নিউজ ডেস্ক: শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া পুলিশের অভিযানে হেরোইন সমেত ধৃত আকবর আলিকে জেলা কারাগারে পাঠিয়েছে আদালত।
গোপন খবরের ভিত্তিতে রবিবার মধ্যরাতে বাজারিছড়া থানার পুলিশের এক দল কটামণির উত্তর তেজপুর গ্রামের বাসিন্দা ২৭ বছর বয়সি জনৈক আকবর আলির বসতঘরে অভিযান চালায়। তার ঘরে তালাশি চালিয়ে একটি সাবানের বাক্সে ৪২ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ ১৯টি খালি কৌটা বাজেয়াপ্ত করেছে অভিযানকারী পুলিশ। মাদক কারবারে জড়িত অভিযোগে আকবর আলিকে আটক করে থানায় নিয়ে যায়। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারে কমপক্ষে চার লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ধৃত আকবর আলিকে রাতভর থানায় জেরা করে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে বাজারিছড়া থানার পুলিশ। আজ সোমবার তাকে শ্রীভূমি বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। আদলত শুনানি শেষে আকবর আলিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।