নিউজ ডেস্ক: একের পর এক রেকর্ড গড়েই চলেছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। এযাবৎ মহাকুম্ভ মেলায় আগত ৫২.৯৬ কোটির বেশি ভক্ত পুণ্যস্নান করেছেন। শুধুমাত্র সোমবার ভোররাত থেকে বিকেল ৪টে পর্যন্ত ১.০৮ কোটির বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন। উত্তর প্রদেশের তথ্য দফতর থেকে জানানো হয়েছে, সোমবার বিকেল ৪টে পর্যন্ত ১.০৮ কোটির বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন। আর সব মিলিয়ে ৫২.৯৬ কোটির বেশি ভক্ত শাহী স্নান করেছেন সঙ্গমে।
চলতি বছরে মেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি থেকে। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশাসন ভেবেছিল ৪০ কোটি পুণ্যার্থী জড়ো হতে পারেন মেলায়। কিন্তু বাস্তবে হল তার অনেক বেশি। দেশ থেকে বিদেশ, কাতারে কাতারে ভক্ত সমাগম হয়েছে মহাকুম্ভে। এখনও পর্যন্ত ৫২.৯৬ কোটির বেশি ভক্ত মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন।