নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের কানপুরে নিজের ১৫ মাসের শিশুকে হত্যার অভিযোগ উঠল মাসের বিরুদ্ধে। সোমবার রাতের ঘটনা। পেশায় একটি প্যাথলজি ল্যাবরেটরি কর্মী সুমিত তাঁর স্ত্রী স্নেহা (২৪), ১৫ মাসের সন্তান সম্রাট ও তাঁর মায়ের সঙ্গে বড় চৌরাস্তা এলাকার জেলা হাসপাতাল উর্সলা কমপ্লেক্সে থাকতেন। সুমিতের মা জানিয়েছেন, তিনি নিজের ডিউটি শেষে রাতে বাড়ি ফিরে এসে দেখেন, নাতির দেহ বিছানায় পড়ে রয়েছে এবং স্নেহার দেহ ঝুলন্ত অবস্থায়।
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। সুমিতের শ্বশুর ও স্নেহার বাবা অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে মানসিকভাবে অত্যাচারিত করা হচ্ছিল যৌতুক হিসাবে গাড়ি দেওয়ার জন্য। এক পুলিশ আধিকারিক জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলার পর জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা চলছিল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।