নিউজ ডেস্ক: মঙ্গলবার বিধানসভার বাইরে ধর্নায় বিজেপি বিধায়কদল। বিধানসভার সিঁড়িতে বসে শাসকদলের বিরুদ্ধে স্লোগানও তুললেন তাঁরা। সোমবার বিধানসভার স্পিকারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি চার বিজেপি বিধায়ককেও সাসপেন্ড করা হয়েছিল। মঙ্গলবার তারই প্রতিবাদে বিধানসভার বাইরে বিজেপি কর্মীরা প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন। এদিন বিধানসভার বারান্দার সিঁড়ির সামনে মাথায় গেরুয়া পাগড়ি পরে অবস্থানে বসেন বিজেপি বিধায়করা। যাঁদের সবার পরনে রয়েছে “গর্ব করে বল আমি হিন্দু” টি-শার্ট।