নিউজ ডেস্ক: পঞ্জাবের ফরিদকোট জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, কোটকাপুরা-ফরিদকোট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ড্রেনে পড়ে যায়।
ফরিদকোটের পুলিশ প্রধান প্রজ্ঞা জৈন জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। জেলা প্রশাসন দু’টি হেল্পলাইন নম্বর – ৯৮৭২৩-০০১৩৮ এবং ৭৮৮৮৬-১৫১২১ চালু করেছে।