নিউজ ডেস্ক: ৫টি স্কুলের পরীক্ষার্থীদের আসন পড়েছে আউশগ্রামের দেবশালা স্কুলে। এখানে অবিভাবকদের বিশ্রাম নেওয়ার জন্য কোনও ছাউনি নেই। ফলে, তাদের প্রখর রোদে টানা তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ পরিস্থিতি বিবেচনা করে, বিজেপি নেতৃবৃন্দ দেবশালা স্কুলের সামনে একটি অস্থায়ী বিশ্রামাগার তৈরি করেছে।
এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে আসেন অবিভাবকরা কিন্তু পরীক্ষা চলাকালীন সেন্টারের বাইরে অপেক্ষা করতে হয় তাঁদের। আউশগ্রামের দেবশালা উচ্চবিদ্যালয়ের আশপাশে জিজিরা, ত্রিলোকচন্দ্রপুর, ভাতকুন্ডা, পিয়ারীগঞ্জ এবং দোমড়া স্কুলের পরীক্ষার্থীদের আসন পড়েছে। এ বছর, দেবশালা স্কুলের কেন্দ্রে ২৫১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তবে সেন্টারের আশপাশে কোনও ছাউনি না থাকায় অবিভাবকদের জন্য সমস্যা হচ্ছিল।
এই পরিস্থিতি নজরে পড়ে স্থানীয় বিজেপি নেতাদের। এরপর, তাঁরা স্কুলের পাশের ফাঁকা মাঠে একটি অস্থায়ী ছাউনি তৈরি করে। এখানে অবিভাবকদের বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এবং পর্যাপ্ত পানীয় জল, চা-বিস্কুট, এমনকি বেগুনি মুড়ি টিফিনেরও ব্যবস্থা করা হয়েছে। বিজেপি কর্মীদের এই সেবাকাজে খুশি হয়ে অবিভাবকরা তাদের ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয় বিজেপি কর্মী সৌমেন পাত্র জানিয়েছেন, “স্কুলের পাশে ছাউনি না থাকার কারণে অবিভাবকদের বিশেষ করে মায়েদের সমস্যা হচ্ছিল। তাই আমরা অস্থায়ী ছাউনি তৈরি করে বিশ্রামাগার করেছি। আমাদের কর্মীরা রুটিন করে সেখানে সেচ্ছাসেবক হিসেবে আছেন এবং পানীয় জল, চা-বিস্কুট, টিফিনের ব্যবস্থা করা হয়েছে।” বিজেপির এই উদ্যোগে খুশি হয়ে অবিভাবকরা তাদের প্রশংসা করেছেন।