নিউজ ডেস্ক: ট্যাংরার শীল লেনে হাড়হিম কাণ্ড। সাতসকালে ঘর থেকে উদ্ধার একই পরিবারের ৩ সদস্যের রক্তাক্ত দেহ। মৃতদের মধ্যে ২ জন মহিলা ও একজন শিশু। জানা গিয়েছে, ট্যাংরার শীল লেনের অতুল সুর লেনের বাসিন্দা মৃতদের পরিবার। বুধবার সকালে প্রতিবেশীরা ওই বাড়ির কারও কোনও সাড়াশব্দ পাননি। তাতেই তাঁদের সন্দেহ হয়। এরপরই প্রকাশ্যে আসে হাড়হিম কাণ্ড। ঘর থেকে উদ্ধার হয় একই পরিবারের তিন সদস্যের রক্তমাখা দেহ।
কীভাবে মৃত্যু? আত্মহত্যা নাকি খুন? কারণ কী? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। ঘটনার কিছুক্ষণের মধ্যে আটক করা হয়েছে ২ যুবককে। সম্পর্কে তাঁরা ভাই। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা পালানোর চেষ্টা করছিলেন। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে মিললেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।