নিউজ ডেস্ক: ছত্তিশগড়-মধ্যপ্রদেশ সীমানায় ছত্তিশগড়ের পেন্দ্রায় দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের একটি বাস। রায়পুর থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে যাচ্ছিল বাসটি, পুণ্যার্থীরা প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছিলেন। মঙ্গলবার গভীর রাতে পুণ্যার্থীদের বাসটি একটি ট্রাকে ধাক্কা মারে। ট্রাকটি প্রায় রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। এই দুর্ঘটনায় এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার সকালে পেন্দ্রার এসডিওপি শ্যাম সিদার বলেছেন, “অনুপপুর-ছত্তিশগড় সীমানায় দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই একটি ট্রেলারের সঙ্গে রায়পুর থেকে যাত্রা শুরু করা একটি বাসের সংঘর্ষ হয়। অনেক ভক্ত আহত হয়েছেন এবং একজন মারা গেছেন। আহতদের অনুপপুর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ট্রাকটি রাস্তার মাঝামাঝি স্থানে পার্কিং করার কারণে দুর্ঘটনাটি ঘটেছে, গভীর রাতে ঘটেছে দুর্ঘটনাটি।”