নিউজ ডেস্ক: শেষ নিঃশ্বাস ও রক্ত বিন্দু পর্যন্ত মহারাষ্ট্রের উন্নয়ন করে যাবে, অঙ্গীকার করলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বুধবার পুণে-তে ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত একটি সভায় বক্তব্য রাখার সময় একনাথ শিন্ডে বলেছেন, “শিবাজী মহারাজের দুর্গ থেকে মাটির তিলক লাগিয়ে, আমরা আমাদের শেষ নিঃশ্বাস ও রক্তের শেষ বিন্দু পর্যন্ত মহারাষ্ট্রের উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিই। যখনই আমরা এখানে আসি, আমরা অনুপ্রেরণা পাই এবং অন্য ধরনের শক্তি অনুভব করি। ১২টি দুর্গ ইউনেস্কোতে পাঠানো হচ্ছে এবং শিবনেরি তার মধ্যে একটি। বিদেশেও ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তী পালিত হচ্ছে। উত্তর প্রদেশের আগ্রাতেও উদযাপন হচ্ছে।”
উল্লেখ্য, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, দুই উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পওয়ার বুধবার জুন্নারের শিবনেরি দুর্গে ছত্রপতি শিবাজি মহারাজের ৩৯৫-তম জন্মবার্ষিকী উদযাপনে যোগ দেন। মহারাষ্ট্ৰে এদিন যথোচিত মর্যাদায় পালিত হয় শিবাজি মহারাজের ৩৯৫-তম জন্মবার্ষিকী।