নিউজ ডেস্ক: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল অভিজিৎ রায় নামের চ্যাংমারি হরেন্দ্রনাথ হাইস্কুলের এক মাধ্যমিক পরীক্ষার্থী। প্রথমে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিক্যালে। সেখান থেকে ওই পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা ফের তাকে নিয়ে যায় জলপাইগুড়ির একটি নার্সিংহোমে।
বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় তার। মাধ্যমিক পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।