নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের লালগোলায় “মত্ত” অবস্থায় এক পুলিশ কর্মীর দাদাগিরি! মঙ্গলবার গভীর রাতে লালগোলার কৃষ্ণপুর হাসপাতালের এক চিকিৎসককে নিগ্রহ করার অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজির হয় লালগোলা থানার পুলিশ। সূত্রের খবর, তাদেরও মারধর করে ওই পুলিশকর্মী। ওই পুলিশ কর্মীকে আটক করেছে লালগোলা থানার পুলিশ। ধৃতের নাম, আশরাফুল শেখ। অভিযুক্ত অফিসার বীরভূমের ওসি ডিসিআরবি পদে কর্মরত। জানা গিয়েছে, লালগোলার কৃষ্ণপুর হাসপাতালে মঙ্গলবার রাতে ওই পুলিশ কর্মী অসুস্থ মাকে সেখানে ভর্তি করাতে নিয়ে যায়। সেই সময়ে কোনও এক কারণে ওই হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ, বচসা চলাকালীনই এক চিকিৎসককে লাথি মারে সে। কর্তব্যরত নার্সদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারও করে। খবর পেয়ে ওই হাসপাতালে পৌঁছয় লালগোলা থানার পুলিশ। তাঁদের হুমকি দেওয়ার পাশাপাশি, বেধড়ক মারধর করে আশরাফুল শেখ নামের ওই পুলিশ কর্মী। এই ঘটনায় জখম হয়েছেন ওই চিকিৎসক ও এক পুলিশ কর্মী। জখম পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।