নিউজ ডেস্ক: কৃতজ্ঞ চিত্তে সমগ্র দেশ বুধবার শিবাজী মহারাজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বুধবার শিবাজী মহারাজের জন্মজয়ন্তী, গোটা দেশ তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে, এই দিনেই ১৬৩০ সালে পুণের শিবনেরী দুর্গে জন্মগ্রহণ করেছিলেন ভারতের এই বীর। মূল অনুষ্ঠানটি সেখানেই হয়েছিল।
ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ছত্রপতি শিবাজী মহারাজের বীরত্ব এবং দূরদর্শী নেতৃত্ব স্বরাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি সমাজমাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, শিবাজী মহারাজ একজন সত্যিকারের রাষ্ট্র নির্মাতা ছিলেন। নীতি, কর্তব্য এবং ধার্মিকতার এক সঙ্গম ছিলেন তিনি।