নিউজ ডেস্ক: মহাকুম্ভ প্রসঙ্গে অনভিপ্রেত মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। তাঁর কথায়, বিরোধীরা লাগাতার সনাতন ধর্মকে আক্রমণ করছে। অনিল ভিজ বলেছেন, আমাদের দেশের বিরোধীরা ক্রমাগত সনাতন ধর্মকে আক্রমণ করছে। এখন যখন সনাতন বড় আকারে আবির্ভূত হচ্ছে, বিরোধী দলগুলি এর জন্য নিজেদের ঘুম হারাচ্ছে।”
উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের অভিভাষণের ওপর জবাবি ভাষণ দিতে গিয়ে অভিযোগ করেন, পরিকল্পনাবিহীনভাবে কাজ করায় মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। তিনি বলেন, সুরক্ষার দিকে নজর না দেওয়ার ফলেই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।