নিউজ ডেস্ক: দীর্ঘ ৮ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর মঙ্গলবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও বিড়ি কারখানার অফিস থেকে বেরিয়ে যান তদন্তকারী অফিসাররা। তদন্ত শেষে অফিসাররা বেরিয়ে যেতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘আমি আইন মেনেই ব্যবসা করি। ৩০ হাজার শ্রমিকের রুজি রোজগারের ব্যাপার রয়েছে। এইভাবে হেনস্থা না করে নোটিস দিয়ে ডাকা হোক। তবে অফিসারদের ধন্যবাদ দেব, তাদের কাজ তারা করেছেন। আশা করি তারা ভালো রিপোর্ট দেবেন। এতগুলো মানুষের রুটি রুজির ব্যাপার। এইভাবে হানা দিয়ে মানুষকে আতঙ্কিত না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নোটিস দিয়ে ডাকলে ভালো হয়।’
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের সূতির ওরঙ্গাবাদের বাড়ি ও বিড়ি কারখানায় হানা দেয় ইনকাম ট্যাক্স ও সেন্ট্রাল জিএসটির আধিকারিকরা। বেশ কয়েকটি গাড়িতে করে আধিকারিকরা এসেছিলেন। তাঁরা বাড়িতে ঢোকার আগেই কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ও কারখানা ঘিরে ফেলে। তবে এই প্রথম নয়, ২০২৩ সালের জানুয়ারি মাসেও আয়কর দফতর জাকিরের বাড়িতে হানা দিয়েছিল। সেবার বাড়ি থেকে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছিল।