নিউজ ডেস্ক: সুন্দরবন এলাকায় জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আবহাওয়ার তারতম্যের পরিপ্রেক্ষিতে “শিশু অধিকার রক্ষা” এই মুহূর্তে চিন্তার বিষয়। বুধবার এই নিয়ে রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক – ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। এই উদ্যোগে সামিল কলকাতা প্রেস ক্লাবও। বুধবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কার্যক্রম চলে প্রায় তিন ঘণ্টা লেডি ব্রাবোর্ন কলেজের ভূগোল শাখার সহকারী অধ্যাপক ড. মহুয়া চ্যাটার্জি, বিশিষ্ট পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও সাংবাদিক কৃষেন্দু বন্দ্যোপাধ্যায় ওই কর্মশালাতে বক্তব্য রাখেন। তাদের মূল বক্তব্য হল – জলবায়ু পরিবর্তন বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। এর পরবর্তীতে প্রভাব ও পরিস্থিতির মোকাবিলা করতে জনমত গড়ে তুলতে সংবাদ মাধ্যমের যথেষ্ট গঠনমূলক ভূমিকা পালনের বিষয় আলোচনায় উঠে আসে। এছাড়াও প্রারম্ভিক পর্বে বক্তব্য রাখেন তুলিকা দাস, অনন্যা চক্রবর্তী, অনিন্দিত রায় চৌধুরী, স্নেহাশিস সুর ও মহুয়া সাঁতরা।