নিউজ ডেস্ক: মহাকুম্ভ মেলা সঙ্গে ভিত্তিহীন ও অনভিপ্রেত মন্তব্যের জন্য বিরোধীদের কড়া সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার বিধানসভায় বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ বলেছেন, “তাঁরা (বিরোধীরা) প্রথম দিন থেকেই মহাকুম্ভের বিরুদ্ধে। গত অধিবেশনে মহাকুম্ভের জন্য আলোচনা ও প্রস্তুতি চলছিল। আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করতাম এবং আপনাদের পরামর্শ নিতাম, কিন্তু আপনারা সভা চলতে দেননি।”
যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি প্রশ্ন করেছিলেন, মহাকুম্ভে অর্থ ব্যয় করার কী দরকার ছিল। সমাজবাদী পার্টির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি এমন ভাষা ব্যবহার করেছে, যা কোনও সভ্য সমাজ ব্যবহার করবে না। লালু প্রসাদ যাদব কুম্ভকে ‘ফালতু’ বলেছেন। সপা-এর আরেক অংশীদার (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেন মহাকুম্ভ ‘মৃত্যু কুম্ভ’ হয়ে গিয়েছে। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি এবং তৃণমূলের নেতারা দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দিয়েছেন। যদি সনাতন ধর্ম সম্পর্কিত অনুষ্ঠান আয়োজন করা অপরাধ হয়, তাহলে আমাদের সরকার সেই অপরাধ করতেই থাকবে।”