নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, বুধবার এমনটাই জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। ফলে, শীতের আমেজ কমে যাবে।
তবে, জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বৃষ্টি ও তুষারপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রত্যাশিত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে।