নিউজ ডেস্ক: চারবাগ রেলওয়ে স্টেশনে এক ভুয়ো মহিলা টিকিট পরীক্ষক যাত্রীদের টিকিট চেক করতে গিয়ে ধরা পড়ে। জিআরপি তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া কাজল সরোজ, ভদোহি জেলার মালপুর গ্রামের বাসিন্দা। সে চারবাগ রেলওয়ে স্টেশনের মহিলা ওয়েটিং রুমে মহিলা যাত্রীদের টিকিট পরীক্ষা করছিল বলে অভিযোগ। তার কাছে টিকিট পরীক্ষকের পোশাক ও একটি আইডি কার্ড ছিল, তবে সেটি ভুয়ো বলে জানা গেছে।
এক পুলিশ আধিকারিক জানান, ধৃত কাজল সরোজ দীর্ঘদিন ধরে ভুয়ো টিটি সেজে মহিলা ভক্ত ও যাত্রীদের সঙ্গে প্রতারণা করছিল। জিআরপি এই ঘটনার তদন্ত করছে।