নিউজ ডেস্ক: ‘এলাকায় গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ’ বড় বড় করে লেখা বোর্ডে। আর তাই নিয়েই তুমুল বিতর্ক নদিয়ার নাকাশিপাড়া থানার গোপালপুর গ্রামে। একই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামেও। সেখানে সঙ্গীত নিষিদ্ধ, ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এসডিও।
জানা গিয়েছে, নদিয়ার নাকাশিপাড়ার গ্রামবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে প্রায় এক বছর আগে এই বোর্ড লাগানো হয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ার পর শুরু হয় সমালোচনা।
স্থানীয়দের দাবি, গ্রামে ডিজে বাজানোর ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছিল। ছোটদের পড়াশোনাতেও ব্যাঘাত ঘটছিল। তাই গ্রামবাসীদের একাংশ সিদ্ধান্ত নেয়, মাইক বাজিয়ে গান-বাজনা নিষিদ্ধ করা হবে। এর সঙ্গে ধর্মীয় কোনও সম্পর্ক নেই বলেই দাবি স্থানীয়দের। বিতর্ক বাড়তেই পুলিশের পক্ষ থেকে বোর্ডটি সরানোর নির্দেশ দেওয়া হয়। বিল্লগ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি, নির্দেশ মেনেই বোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে।