নিউজ ডেস্ক: দুপুরেই নেমে এল আঁধার, বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল শহর ও শহরতলি। এরপর দুপুরেই বদলে যায় আবহাওয়া। কলকাতার পাশাপাশি স্বস্তির বৃষ্টি হয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলায়। এছাড়াও হুগলি জেলাতেও বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই মেঘে ছেয়ে যায়। বেলা সোয়া ১১টা থেকে আকাশ কালো করে কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর ঝলকানি। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।