নিউজ ডেস্ক: চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পেল রাজধানী দিল্লি। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতিশী মারলেনার পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। প্রথমবারের বিধায়ক রেখার ওপরেই ভরসা রেখেছে বিজেপি। প্রথম বার বিধায়ক হলেও দিল্লির পুরভোটে টানা তিন বার জিতেছেন রেখা। শেষ বার ২০২২-এর ডিসেম্বরে। কিন্তু তার পরেই মেয়র নির্বাচন ঘিরে হয়েছিল গন্ডগোল। তিন বার ভেস্তে যাওয়ার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ২০২৩-এর ফেব্রুয়ারিতে মেয়র নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী শেলি ওবেরয় ৩৪ ভোটে হারিয়ে দিয়েছিলেন বিজেপির রেখাকে।
আম আদমি পার্টিকে ক্ষমতাচ্যুত করার পর, ২৭ বছর বাদে দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। কে হতে চলেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী, তা নিয়ে বিগত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল রাজধানীতে। সেই জল্পনার অবসান হয়েছে বুধবার। আনুষ্ঠানিকভাবে রেখা গুপ্তার নাম ঘোষণা করে দল। আর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।
এ বারের বিধানসভা ভোটে চাঁদনি চক এলাকার শালিমার বাগ কেন্দ্রে তিন বারের এএপি বিধায়ক বন্দনা কুমারীকে সাড়ে ২৯ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন রেখা। ২০১৫ এবং ২০২০ সালে এই আসনেই বন্দনার কাছে অবশ্য পরাস্ত হয়েছিলেন রেখা। ঘটনাচক্রে, সুষমা, শীলা দীক্ষিত, আতিশী মারলেনার পরে চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লি পেল রেখাকে।
হরিয়ানার জুলানায় ১৯৭৪ সালে রেখার জন্ম। পড়াশোনা, দিল্লির দৌলতরাম কলেজ এবং উত্তর প্রদেশের মেরঠের চরণ সিং বিশ্ববিদ্যালয়ে। রেখা নব্বইয়ের দশকে এবিভিপি-র নেত্রী ছিলেন। ১৯৯৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে রেখা জেতেন সভাপতি নির্বাচনে। ২০০৭ সালে প্রথম বার দিল্লির পুরভোটে জিতেছিলেন।