নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের নওদায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর। মৃতের নাম, রেহেনা বিবি (৩০)। তাঁর বাড়ি ঝাউবোনা ঈদগাহ পাড়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আমতলা-বেলডাঙা রাজ্য সড়কে শব্দনগর বাজার এলাকায় একটি ট্র্যাক্টর ও টোটোর মুখোমুখি ধাক্কা লাগে।
ফলে টোটোতে থাকা দু’জন আরোহী ও টোটো চালক গুরুতর জখম হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের আমতলা ব্লক হাসপাতালে পাঠালে চিকিৎসক রেহেনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম দু’জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।