নিউজ ডেস্ক: প্রয়াগরাজে কুম্ভমেলার বিরুদ্ধে অপপ্রচারে অভিযোগ এনে একটি বিশেষ চ্যানেল বয়কট করতে হিন্দুদের
আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কুম্ভের ইতিহাস কয়েক হাজার বছর পুরোনো যার প্রামান্য দলিল রয়েছে। হিন্দুদের কাছে মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নানের আধ্যাত্মিক ভাবে কতোটা পবিত্র সে সম্পর্কে কতোটা অজ্ঞ হলে এরকম শব্দবন্ধ চয়ন করা যায়। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই রকম ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ৫৫ কোটি হিন্দু যারা পবিত্র মহাকুম্ভে ডুব দিয়েছেন, তাঁদের আস্থা এবং বিশ্বাসের এই অপমানের তীব্র প্রতিবাদ করছি। হিন্দুদের এই চ্যানেল বয়কট করার আহ্বান জানাচ্ছি। হিন্দু হলে এই চ্যানেল দেখা এবং পোর্টাল পড়া বয়কট করুন।”