নিউজ ডেস্ক: বৃহস্পতিবারও বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ জারি৷ এদিন শঙ্কর ঘোষের নেতৃত্বে বিধানসভার বাইরে রাজ্য সরকারের নীতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপি বিধায়করা প্রতিবাদ দেখান।
বিজেপি বিধায়কদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার হিন্দু-বিরোধী নীতিতে কাজ করছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতে সংখ্যাগরিষ্ঠ জনগণকে উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ দেখানোর পর বিজেপি বিধায়করা গান গেয়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভা কক্ষে কাগজ ছিঁড়ে অধ্যক্ষের চেয়ারের দিকে ছুঁড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়করা ৷ এই অভিযোগে শুভেন্দু-সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার ৷ এরপরই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷