নিউজ ডেস্ক: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হাইকোর্টে রিপোর্ট দিতে ব্যর্থ রাজ্য সরকার। আরও ২ সপ্তাহ সময় চাওয়া হলে প্রধান বিচারপতি সেই আর্জিতে রাজি হন। এর আগে রিপোর্ট দিতে রাজ্যকে আড়াই মাস সময় দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে দায়ের জনস্বার্থ মামলায় এই নির্দেশের পর মোট তিন মাস সময় পেল রাজ্য। চলতি বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সে কথা জানান সরকার পক্ষের আইনজীবী।
গত ২ জানুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রিপোর্ট পেশ করেছিল রাজ্য। প্রধান বিচারপতি সেই রিপোর্ট দেখে অসন্তুষ্ট হন। মন্তব্য করে বলেন, “আগামী বর্ষার আগে কিছু তো করুন। এখনই শুরু না করলে তো কিছুই করতে পারবেন না।”