নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন রেখা গুপ্তা। বৃহস্পতিবার দুপুরে রামলীলা ময়দানে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সচিবালয়ে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার বুঝে নিয়েছেন রেখা গুপ্তা। তিনিই হলেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী এবং দিল্লিতে বিজেপির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। রেখা গুপ্তা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দে মেতে উঠেছে বিজেপি শিবির।
উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন বিজেপির প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তা। এছাড়াও দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৬ জন বিজেপি বিধায়ক। এই ৬ জন হলেন – পরভেশ সাহিব সিং, আশিষ সুদ, মনজিন্দর সিং সিরসা, রবীন্দর ইন্দ্ররাজ সিং, কপিল মিশ্র ও পঙ্কজ কুমার সিং। বৃহস্পতিবার দুপুরে দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা সবাইকে শপথবাক্য পাঠ করান।