নিউজ ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা পুরসভার ২০২৫-২৬ অর্থ বর্ষের বাজেট পেশ হল। এদিন বাজেট পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। বাজেট পেশ হতেই স্পষ্ট হয়ে গেল যে গতবারের তুলনায় এবারের বাজেটে কলকাতা পুরসভার আর্থিক ঘাটতির পরিমাণ আরও বেড়ে গেছে।
বাজেট পেশ করতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম অবশ্য দাবি করেছেন, ‘বিভিন্ন খাতে কলকাতা পুরসভার রাজস্ব আদায় বেড়েছে।’ পুরসভার আর্থিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলেও দাবি করেছেন মেয়র।
গত বছর কলকাতা পুরসভার বাজেটে ঘাটতির পরিমাণ ছিল ১১২ কোটি টাকা। এবারে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ কোটি ৭২ লক্ষ টাকা। অর্থাৎ এক বছরে ঘাটতি পরিমাণ বাড়ল ২ কোটি ৭২ লক্ষ টাকা। স্বভাবতই এত বিপুল ঘাটতির পরও কীভাবে মেয়র রাজস্ব আদায় বৃদ্ধির কথা বলছেন তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।
বাজেট পেশ করতে গিয়ে মেয়র জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে রাজস্ব খাতে কলকাতা পুরসভার মোট আয়ের পরিমাণ ২৭৮৬.৫২ কোটি টাকা। সেখানে ব্যয় হয়েছে ২,৪৬৬.২২ কোটি টাকা। পুরসভার হাতে রয়েছে ৩২০.৩০ কোটি টাকা। একইভাবে ২৪-২৫ সালে বাজেটে রাজস্ব বাবদ মোট ৪,০০৮.৬৩ কোটি টাকা আয় হতে পারে। সম্ভাব্য ব্যয় হতে পারে ৩,৬৫৮.১৪ কোটি টাকা। অর্থাৎ সব কিছু ঠিকঠাক নিয়ম মেনে এগোলে পুরসভার হাতে থাকতে পারে ৩৫১.৪৯ কোটি টাকা।