নিউজ ডেস্ক: ইটভাটায় কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক মহিলা শ্রমিকের। বাজ পড়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় জখম হয়েছেন আরও চার শ্রমিক। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানা এলাকায়।
মৃত মহিলা শ্রমিকের নাম জবা মুদি। বয়স ৩১ বছর। তিনি বোরো থানার আঁকরোর মুদিডি এলাকার বাসিন্দা। ঘটনায় জখম হয়েছেন, সুমি মুদি, সুরা মুর্মু, প্রকাশ কর্মকার ও বাসন্তি মুদি। তাঁদের প্রত্যেকেই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন।
এদিন সকালে আচমকা মেঘ কালো করে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি। সেই আবহেই কাজ করছিলেন পাঁচ শ্রমিক। সেই সময় বাজ পড়ে মারা যান মহিলা।