নিউজ ডেস্ক: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হাসিনার পদত্যাগের পর এই প্রথম বাংলাদেশে সামরিক শাসনের ছত্রছায়ায় পালন করা হবে ২১ ফেব্রুয়ারি। সে বিষয়ে গ্রহণ করা হয়েছে বেশ কিছু জরুরি পদক্ষেপ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদমাধ্যমকে বলেছেন, কেন্দ্রীয় শহিদ মিনারে, তিনটি ধাপে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত দেশের বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কর্তৃক মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পর্বের সূচনা হবে। রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে। ২১ ফেব্রুয়ারি দুপুর ২ টো পর্যন্ত পুলিশ কর্তৃক কড়া নজরদারি রাখা হবে এই এলাকায়। তবে দুর্ঘটনা এড়াতে সকলকেই সচেতন থাকার বার্তা দিয়েছেন আলী।
তিনি আরও বলেন, আজ ৭টি পয়েন্ট ব্যারিকেড দিয়ে বন্ধ থাকবে। রাত ৮টা থেকে ৯টার মধ্যেই বসে যাবে ব্যারিকেড।