নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় শুক্রবার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শ্বাসরোধ হয়ে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগুন দুই তলা বাড়িটিকে গ্রাস করে, তিনি বাড়ির চিলেকোঠায় আটকা পড়েছিলেন। যার ফলে বিশেষভাবে সক্ষম জুবায়ের সিরাজের (৩১) মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা দমকল কর্মীদের সঙ্গে মিলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। আগুনে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।