নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে কলকাতার বিড়লা তারামণ্ডলের বিপরীতে ভাষা শহীদ স্মারকে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
উপস্থিত ছিলেন মালা রায়, দেবাশিস কুমার ও সন্দীপ রঞ্জন বক্সি প্রমুখ। পুরসভার কমিশনার ধবল জৈন সহ পুর প্রতিনিধি ও বিশিষ্টরাও ভাষা শহীদ স্মারকে পুষ্পার্ঘ নিবেদন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।