নিউজ ডেস্ক: “অবৈধভাবে” বালি পাচার রুখতে প্রতিবাদ করেছিলেন বিজেপি নেতা। আর তাতেই কার্যত প্রাণ হাতে করে নিয়ে ফিরতে হল জিতেন্দ্র তিওয়ারিকে। শুক্রবার দুপুরে এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল আসানসোলের জামুরিয়ার বালিঘাট এলাকা।
জামুড়িয়ায় অজয় নদ থেকে প্রশাসনের মদতে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। যেখানে বালি তোলা হচ্ছে তার অদূরেই রয়েছে সরকারি জল প্রকল্পের ইনটেক। অভিযোগ, এমন করে বালি তোলার ফলে জল প্রকল্পের ইনটেক থেকে নদের প্রবাহ সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট দেখা দিতে পারে। এই নিয়ে দিন কয়েক আগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় মহিলারা। অভিযোগ তার পরেও বালি তোলা বন্ধ হয়নি। শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যান বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সেখানে তিনি পৌঁছতেই তাঁকে আক্রমণ করে বালি মাফিয়ারা। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে এলাকা ছাড়েন জিতেনবাবু।
তাঁর অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে, অবৈধ উপায়ে অজয় নদের ওপর বালি তোলা হচ্ছে। তাতে জলপ্রকল্পের ক্ষতি হতে পারে। জিতেন্দ্রর আশঙ্কা, এমন চললে জামুড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আগামী দিনে পানীয় জল পাবেন না। জলপ্রকল্প বন্ধ হয়ে গেলে কোনও দলের মানুষজনই জল পাবেন না। এই বিষয়ে শাসক দলের অবস্থানও পরিষ্কার করা উচিত বলে তিনি দাবি করেছেন।