নিউজ ডেস্ক: দুর্ঘটনায় মৃত্যু হল বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরের সেবায়েত সোমনাথ মুখোপাধ্যায় ওরফে সাহেবের।
বৃহস্পতিবার রাতে তিনি রামপুরহাট থেকে তারাপীঠের দিকে আসছিলেন। সেই সময় পথ দুর্ঘটনার মুখে পড়েন তিনি। এলাকাবাসীদের তৎপরতায় তাঁকে তৎক্ষণাৎ সেখান থেকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুর এই খবর ছড়িয়ে পড়তেই তারাপীঠ এলাকায় শোকের ছায়া নেমে আসে।