নিউজ ডেস্ক: প্রয়াগরাজের কুম্ভমেলায় প্রতিদিনই আসছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পরই অযোধ্যা যাচ্ছেন অধিকাংশ পুণ্যার্থী, সঙ্গমে পুণ্যস্নানের পর অযোধ্যায় রামমন্দিরও দর্শন করছেন। আর তাই রামমন্দিরে প্রতি দিন ভিড়ের চাপ বাড়ছে। শনিবারও রামমন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গেল পুণ্যার্থীদের।
গত কয়েক দিনে বিপুল জনসমাগম হয়েছে রামমন্দির দর্শনে। দূরদূরান্ত থেকে আসা পর্যটক এবং পুণ্যার্থীরা পুণ্যস্নানের পাশাপাশি অযোধ্যায় যাচ্ছেন মন্দির দর্শনে। শনিবার সকালেও শ্রীরাম জন্মভূমি মন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গিয়েছে ভক্তদের।