নিউজ ডেস্ক: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
শনি এবং রবিবার কলকাতার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃহস্পতিবার কলকাতা এবং জেলার বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে। তার পর তাপমাত্রা এক ধাক্কায় পাঁচ ডিগ্রি কমে গিয়েছিল। শনিবার তা কিছুটা বেড়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে।