নিউজ ডেস্ক: সম্প্রতি জন্মদিনে ‘ডাইনি’ অবতারে ধরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী। হাতে দা, রক্তাক্ত চেহারা, অভিনেত্রীর এহেন লুক দেখে অনেকেই কার্যত চমকে উঠেছিলেন। এবার ২১ ফ্রেব্রুয়ারি, ভাষা দিবসে ‘ডাইনি’র কর্মকাণ্ডের ঝলক দেখালেন অভিনেত্রী। উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘ডাইনি’র গল্প। টিজারে (Dainee Teaser) দেখা গেল, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন মিমি। চেহারা ক্ষত-বিক্ষত। ব্র্যাকগ্রাউন্ডে মিমির কণ্ঠেই শোনা গেল, “মা বলত ওকে আগলে রাখার দায়িত্ব আমার, আমি কোনওদিনও মানিনি। ছোট থেকে ভাবতাম ও অপয়া, ছোটলোক। হঠাৎ একদিন মাকে ভগবান নিয়ে চলে গেল। আর তারপর আমিও ওকে এই নরকে রেখে পালিয়ে গেলাম। তারপর ওরদিকে ঘুরেও তাকাইনি।” নেপথ্যে দুই বোনের শৈশবের বেশ কিছু স্মৃতি ফুটে উঠল। ঝলকের একেবারে অগ্নিম লগ্নে রণং দেহি মেজাজে কাটারি হাতে ছুটতে দেখা গেল ‘পাতা’ মিমিকে। দুই বোনের তিক্ত সম্পর্কের নেপথ্যের কারণ কী? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। কারণ সেদিনই হইচই-এর পর্দায় মুক্তি পাচ্ছে ‘ডাইনি’।