নিউজ ডেস্ক: রঙের উৎসব হোলি উপলক্ষ্যে ২৮টি বিশেষ ট্রেন চালাবে মধ্য রেল। শনিবার মধ্য রেলের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে মধ্য রেল। মধ্য রেল সূত্রের খবর, যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে আসন্ন হোলি উৎসবের জন্য মধ্য রেল ২৮টি বিশেষ ট্রেন পরিচালনা করবে।
এই ট্রেনগুলি মুম্বই এবং নাগপুর, মাদগাঁও, নান্দেদ এবং পুনে ও নাগপুরের মধ্যে চলবে। উৎসবের মরসুমে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।