নিউজ ডেস্ক: বীরভূমের মহম্মদবাজারে দ্বারকা নদী থেকে উদ্ধার হল এক মহিলার বস্তাবন্দি দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে মহম্মদবাজার থানা এলাকার দেউচা সেতু সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও মৃতার নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকালে স্থানীয়রাই নদীতে দেহটি দেখতে পান, পুলিশের খবর দেওয়া হলে, পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। মহিলার মৃত্যু কিভাবে হল, তা জানতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।