নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল, রবিবার মধ্যপ্রদেশ সফরে যাচ্ছেন। সারা দিন অনেক কর্মসূচির পর ভোপালের রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্যপ্রদেশে পৌঁছবেন। তিনি প্রথমে সংগঠনের সভা পরিচালনা করবেন এবং তারপর রাজভবনে রাতে বিশ্রাম নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোপালে রাত কাটিয়েছেন এমন অনেক বছর হয়ে গিয়েছে।” গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৫ সম্পর্কে তিনি বলেছেন, “২৪ এবং ২৫ ফেব্রুয়ারি দেশে বিনিয়োগের জন্য ঐতিহাসিক তারিখ হতে চলেছে।”