নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে পুঞ্চ জেলায় ল্যান্ডমাইন ফেটে বিস্ফোরণে আহত হয়েছেন একজন জেনে জওয়ান। শনিবার সকালে সেনাবাহিনীর রুটিন টহলের সময় নিয়ন্ত্রণরেখার কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন সেনা জওয়ান আহত হয়েছেন। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০.৫০ মিনিট নাগাদ মেন্ধরের কৃষ্ণা গালি সেক্টরে নাঙ্গি-টাকেরি এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়।
অসাবধানবশত ল্যান্ডমাইন পা রাখলে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে একজন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বিপদমুক্ত।