নিউজ ডেস্ক: বাঁকুড়া জেলা জুড়ে অবৈধভাবে বালি পাচারের ঘটনা অব্যাহত বলে অভিযোগ। তবে পুলিশের তৎপরতায় বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযুক্তরা ধরা পড়ছে। শুক্রবার রাতে কোতুলপুর থানার পুলিশ অবৈধ বালি পাচারের অভিযোগে একটি লরি আটক করে এবং দুজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি বালি বোঝাই লরিকে নাকা পয়েন্টের কাছে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় বৈধ কাগজপত্র না থাকার জন্য লরি চালক ও সহকারীকে আটক করা হয়। ধৃতদের নাম সত্যজিৎ চক্রবর্তী ও বিধান বেতাল। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই বালি বিষ্ণুপুর থেকে কাকদ্বীপে পাচার করা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
গ্রেফতার হওয়া সত্যজিৎ চক্রবর্তীর বাড়ি সীতারামপুরে এবং বিধান বেতালের বাড়ি কাকদ্বীপে বলে জানা গেছে। শনিবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়।