নিউজ ডেস্ক: দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। শনিবার সকালের এই ঘটনা চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ ব্রিজের এক ধারে বাইক থামিয়েই দৌড়ে গিয়ে ঝাঁপ দেন তিনি।
ঘটনার সময়ে আশেপাশে যে গাড়িগুলি ছিল সেগুলি থেমে যায়। বেশ কয়েকজন নেমে এসে ব্রিজের রেলিংয়ে ঝুঁকে দেখতে শুরু করেন। সঙ্গে সঙ্গে পুলিশও ডাকা হয়। অল্প সময়ের মধ্যেই গঙ্গায় উদ্ধারকাজ শুরু করে পুলিশ।
যে সময়ে যুবক ঝাঁপ দিয়েছিলেন তখন বেশ কয়েকজন মাঝি ছিলেন গঙ্গায়। তাঁরাই যুবককে উদ্ধার করেন। পরে পুলিশ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন যুবক।
কী কারণে যুবক এমন ঘটনা ঘটালো তা জানতে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। আপাতত জানা গেছে, যুবকের নাম জাভেদ (৪০)। তিনি হাওড়া থেকে কলকাতা যাচ্ছিলেন। পারিবারিক অশান্তির জেরে এই আত্মহত্যার চেষ্টা নাকি, অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।