নিউজ ডেস্ক: এবার বড়সড় বদল আসতে চলেছে আবহাওয়ায়। এক ধাক্কায় ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে জেলায়-জেলায়। তবে রবিবার বেলা বাড়ার পর থেকেই অনেক জেলায় আবহাওয়ার উন্নতি চোখে পড়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বরং মনোরম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তাপমাত্রার এই পতনের জেরে নতুন করে শীতের অনুভূতি জোরালো হবে না। তবে আবহাওয়া থাকবে মনোরম। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ হঠাৎ করে চড়তে শুরু করবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। তবে তারপর থেকে আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।