প্রশ্ন: কয়েকটি এমন রাজ্য আছে যারা নিজের ভাষাকে গুরুত্ব দিতে চায়। যেমন তামিলনাড়ু অথবা উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য যারা নিজের ভাষাকে গুরুত্ব দিতে চায়। আমাদের দেশের রাষ্ট্রভাষা হিন্দি। এ নিয়ে কিছুটা বিরোধিতা তৈরি হয়। আপনার কি মনে হয়, রাষ্ট্রভাষাকে সব রাজ্যের আপন করা উচিত? সব রাজ্যকে একজোট করার ক্ষেত্রে রাষ্ট্রভাষা যোগসূত্র হিসেবে কাজ করা কি উচিত?
অরুণ কুমার: ভাষাকে নিয়ে যে বিবাদ তৈরি হয় তা আমার মতে দুর্ভাগ্যজনক। প্রত্যেক রাজ্যের নিজের ভাষার বিকাশ করা উচিত। ওখানকার সরকার পরিচালনা, প্রশাসন, বিচারবিভাগ, নিম্ন আদালত, হাইকোর্ট সব জায়গায় স্থানীয় ভাষায় কাজ হওয়া উচিত।
দ্বিতীয়ত, ভারতে কোন প্রাদেশিক ভাষা নেই। ভারতের সব ভাষা রাষ্ট্রভাষা। আমাদের সংঘের দ্বিতীয় সরসংঘ চালক গুরুজীকে একবার একজন তামিলনাড়ুতে জিজ্ঞেস করেছিল, রাষ্ট্রভাষা তো হিন্দি! উনি বলেছিলেন, না। যত ভাষা আছে সবই রাষ্ট্রভাষা। সব ভাষার মধ্যেই একই ভাবনা রয়েছে। কোন ভাষায় রাজ্যের ভাবাবেগ নেই, রাষ্ট্রের ভাবাবেগ আছে। আমাদের ভাষা অনেক হতে পারে। কিন্তু ভাবাবেগ এক। সব ভাষারই বিকাশ হওয়া উচিত।
ভারতে আমরা একটা প্রশাসনিক পরিকাঠামো বানিয়েছি। এই রাষ্ট্রভাষার মধ্যে একটি কমন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রয়োজন।
কমন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোন ভাষা হবে? এক সময় ছিল সংস্কৃত। এখন তা সম্ভব নয় তাই এখন হিন্দি হবে। হিন্দি যদি জাতীয় ভাষা না হয় তাহলে কোনও না কোন ভাষা আসবে। সেক্ষেত্রে হিন্দি না হলে ইংরেজি হবে। কিন্তু তা কমন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে না। কমন ফরেন ল্যাঙ্গুয়েজ হবে। ওটা ভারতীয় ভাষা নয়।
উনি সেই সময় এটাও বলেছিলেন, কমন ফরেন ল্যাঙ্গুয়েজকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানিয়ে নিলে রাজ্যের নিজস্ব ভাষাও অস্তিত্বের সংকটে পড়বে। এখন মহারাষ্ট্রে মারাঠী মিডিয়াম, তামিলনাড়ুতে তামিল মিডিয়াম, বাংলায় বাংলা মিডিয়াম স্কুল সংকটের মুখে পড়েছে। কারণ সব ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকছে। বাস্তবে ভারতের মধ্যে এই যা চলছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতের সব ভাষা রাষ্ট্রভাষা। ভারতের প্রত্যেক রাজ্যের রাজকার্য সেই রাজ্যের ভাষায় হওয়া উচিত। ধীরে ধীরে কমন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দির উত্থান হোক।
এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া উচিত। এর উপর জোর করলে প্রতিক্রিয়া আসতে বাধ্য। কখনও কখনও কেউ যখন নিজের স্বার্থে বিরোধ করে, তখন তা নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কারণ সমাজ যথেষ্ট সচেতন।
আমি তামিলনাড়ুতে গিয়ে দেখেছি ওখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক হিন্দির সার্টিফিকেট কোর্স করে। এ নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই।