নিউজ ডেস্ক: টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার বিরাট কোহলিই (Virat Kohli) কার্যত মসৃণ করে দিলেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির রাস্তাটা। শতরান করে যেমন জেতালেন ভারতকে, তেমনই পাকিস্তানকে ছিটকে দিলেন টুর্নামেন্ট থেকে।
এ প্রসঙ্গে বিরাট কোহলি বললেন – আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। রোহিত আউট হওয়ার পর দলের হয়ে ধরে খেলেছি এবং দলের জয়ের ক্ষেত্রে অবদান রাখতে পেরে আমি খুশি। আমি আমার খেলা বুঝি। আমার কাজ আমার দলের জন্য সেরাটা দেওয়া। আমি আমার ১০০ শতাংশ দিই প্রত্যেক বলে। অবশ্যই কখনও না কখনও কঠোর পরিশ্রমের ফল পাব জানতাম। আর কঠোর পরিশ্রমের ফল পাওয়ায় ভগবানকে ধন্যবাদ। রোহিত-গিল যেভাবে শুরুটা করে দিচ্ছে সেটা আমাদের ভালো হচ্ছে। শুরুর ১০ ওভারে ৭০রান আসাটা খুব ভালো।