এমএসএমই সেক্টর, পর্যটন আর উত্তরবঙ্গ উন্নয়নে যা বরাদ্দ হয়েছে, তার দ্বিগুণ টাকা বরাদ্দ হয়েছে সংখ্যালঘু উন্নয়নে। বাজেটে দিশাহীন কর্মসংস্থান। গ্রাম উন্নয়নে বাজেটের বরাদ্দ বাড়লেও, দিশা নেই আয়ের উৎসের। ঘাটাল মাস্টার প্ল্যান, গঙ্গাসাগর সেতু – এ ধরনের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দের কথা ঘোষণা, তবে কি পুরোটাই আইওয়াস? ২০২৬ এর বিধানসভার ভোট বৈতরণী পার করতে এই ধরনের বাজেট কি মমতার ভোটার ভোলানোর ছক? আলোচনায় ড: আব্দুল নাসের জামান (প্রফেসার, রাজনৈতিক বিশ্লেষক)