নিউজ ডেস্ক: মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে এবার স্বস্তি পাবে সিনেপ্রেমীরা। দর্শকদের মধ্যে প্রায়শয়ই অভিযোগ থাকত সিনেমাহলে, বিশেষ করে মাল্টিপ্লেক্সে খাবারের চড়া দাম নিয়ে। তবে এবার লাগামছাড়া এই চড়া দাম হাতের নাগালে আনতে ব্যবস্থা গ্রহণ করছেন জিএসটি পরিষদ। কমতে চলেছে সিনেমা হলে বিক্রয় হওয়া খাবার ও পানীয়ের উপর সার্ভিস ট্যাক্স।
মঙ্গলবার জিএসটি পরিষদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দেশের সমস্ত মাল্টিপ্লেক্সে খাবারের উপর ১৮ শতাংশ জিএসটি লাগু ছিল। এইবার সেটা কমিয়ে ৫ শতাংশে আনার পরিকল্পনা করা হয়েছে।
সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে মাল্টিপ্লেক্সে মুনাফার ৩৫ শতাংশই আসে খাবার ও পানীয় বিক্রয়ের মাধ্যমে। ফলে এই কর কমানোর ফলে মুনাফা বৃদ্ধি হতে পারে বলেই জিএসটি পরিষদ মনে করে। তাঁদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের মাল্টিপ্লেক্স সংগঠন।
করোনা আবহে ও অতিমারী পরবর্তী সময়ে বারবার ক্ষতির মুখে পড়েছে সিনেমাহলগুলি। বন্ধও হয়ে গিয়েছে বেশকিছু সিনেমাহল।
আবার খাবারের এই চড়া দামের কারণে মাল্টিপ্লেক্স বিমুখ বহু দর্শক। ফলে জিএসটি পরিষদের এই সিদ্ধান্তের উপর আশাবাদী বহু মাল্টিপ্লেক্স চেন।