নিউজ ডেস্ক: ফ্রান্স সফরে রয়েছেন ভারতের বর্তমান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই ইতিহাস সৃষ্টি করলেন তিনি। সম্রাট
নেপোলিয়ন বোনাপার্টের সময় থেকে চলে আসা সুঐতিহ্যবাহী সম্মানে ভূষিত হলেন তিনি।
বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ‘গ্র্যান্ড ক্রস
অফ দ্য লিজিয়ন অফ অনার‘ সম্মানে ভূষিত করেন নরেন্দ্র মোদীকে। এরই
মধ্যে ফ্রান্সের প্রবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বললেন নরেন্দ্র মোদী। এ যেন এক
ঐতিহাসিক মুহূর্ত।
বাস্তিল দিবস পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ
জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার তিনি ফ্রান্সে পৌঁছন এবং ফ্রান্সের
প্রধানমন্ত্রী এলিজাবেথ সোর্ন তাঁকে সাদর অভ্যর্থনা জানান। জানা গিয়েছে ভারতের সহযোগিতায়
ফ্রান্সে ইউপিআই পদ্ধতিতে টাকা লেনদেনের ব্যবস্থাও চালু করতে চলেছেন নরেন্দ্র মোদী।
এর আগে মিশরে সফরের সময় সে দেশের সবথেকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’-এ
ভূষিত করা হয়েছিল নরেন্দ্র মোদীকে। সরকারি বাসভবন এলিসি প্যালেসে এদিন প্রধানমন্ত্রীকে
সম্মানিত করা হয়। তাছাড়া ফরাসি প্রেসিডেন্টের সম্মানে একটি ব্যক্তিগত নৈশভোজও আয়োজন
করা হয়। ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রঁও এদিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য নরেন্দ্র
মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি এই সম্মানে ভূষিত হলেন।
French President Emmanuel Macron bestowed the Grand Cross of the Legion of Honor on PM Narendra Modi. It is the highest French honour in military or civilian orders. PM Modi will become the first Indian PM to receive this honour.
In the past, the Grand Cross of the Legion of… pic.twitter.com/7nBEcAeDf8
— ANI (@ANI) July 13, 2023
এর আগে সারা বিশ্বের মধ্যে বহু খ্যাতনামা ব্যক্তিত্ব এই ঐতিহাসিক
সম্মানে ভূষিত হয়েছেন যাদের মধ্যে রয়েছেন আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা,
তৎকালীন প্রিন্স অফ ওয়েলস রাজা চার্লস, জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কল
প্রমুখরা।