নিউজ ডেস্ক, বালুরঘাট: নদীর ধার থেকে ব্যালট পেপার উদ্ধার। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কুমারগঞ্জ এলাকায়। স্থানীয় বিডিওকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকরা শুক্রবার সকালে ব্যাপক বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুমারগঞ্জ থানার পুলিশ। পরিস্থতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী।
বিডিওকে বিক্ষোভের হাত থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে বিক্ষোভকারীদের অভিযোগ । লাঠিচার্জে আহত হন কয়েকজন বিজেপি কর্মী। তাদের চিকিৎসা চলছে স্থানীয় জেলা হাসপাতালে।
আরও পড়ুন: Arabul Islam: ভাঙড়ের দায়িত্ব ছাড়তে চাইলেন আরাবুল
এলাকায় পরিস্থিতি উত্তপ্ত থাকায় পুলিশি টহল চলছে বলে জানা গেছে। বিজেপির অভিযোগ ব্যালট কিভাবে ঘটনাস্থলে এল সেটা তদন্ত না করে পুলিশ গোটা বিষয় ধামাচাপা এবং বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি ব্যালট উদ্ধারের ঘটনা বিজেপির সাজানো। যদিও কুমারগঞ্জ থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া অবধি কোথা থেকে ব্যালট এল। এবং কারা দায়ী এবিষয়ে কিছু বলা যাবে না।