নিউজ ডেস্ক: ইউক্রেনে শান্তি ফেরাতে এবার উদ্যোগী পশ্চিমী শক্তিধর দেশগুলি। যৌথ ঘোষণাপত্রে সেদেশে দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনার জন্য এবার আহ্বান জানাল জি২০-এর সদস্য দেশগুলি।
সেইসঙ্গে, কোনও আঞ্চলিক অধিগ্রহণে শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত থাকার জন্য সকল সদস্য দেশগুলির কাছে আবেদন জানান হয়েছে ওই ঘোষণাপত্রে। কোনও রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণেও ভাবনা চিন্তার কথা বলা হয়েছে। পাশাপাশি, পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা ব্যবহারের হুমকি কোনও ভাবে গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ওই ঘোষণাপত্রে।
এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। ক্রমাগত রুশ হামলায় ঘরছাড়া বহু মানুষ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পশ্চিমের এই দেশটি। ভেঙে গিয়েছে সেদেশের বাণিজ্যিক, অর্থনৈতিক, শিক্ষা ক্ষেত্রের পরিকাঠামো। একাধিক আলোচনা-পর্যালোচনার পরও মেলেনি সমাধানসূত্র। তবে যুদ্ধের কারণে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। সেইসঙ্গে শস্য চুক্তি লঙ্ঘন এবং প্রাচীন সৌধের উপর আক্রমণের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধ অপরাধী’র তকমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত(International Criminal Court)।
এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক বাণিজ্য। এই আবহে দিল্লির ‘ভারত মণ্ডপম’এ অনুষ্ঠিত হয়েছে ১৮তম জি২০ সম্মেলন(G20 Summit)। যদিও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনা এড়াতে বৈঠক থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পরিবর্তে দেশের প্রতিনিধি হিসেবে দিল্লি এসেছেন বিদেশমন্ত্রী সার্গেয় লাভরোভ। তাঁর উপস্থিতিতে ভারতের সভাপতিত্বে এদিন ঘোষণাপত্র পেশ করলেন জি২০ নেতারা। বুঝিয়ে দিলেন, যুদ্ধের কারণে যে ক্ষত তৈরি হয়েছে, তা শীঘ্রই সমাধান করতে চাইছেন সকলে।